খালেদার আবেদনের শুনানি ১২ মার্চ

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

1420436464বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাইকোর্টে করা দুই আবেদনের শুনানি আগামী ১২ মার্চ নির্ধারণ করেছেন আদালত।

আবেদন দুটি হলো- জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে আবেদন এবং একই মামলার বিচারক (আদালত) পরিবর্তন চেয়ে করা আবেদন।

এ আবেদন দুইটি আদালতে দাখিল করেছেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর মধ্যে একটি গত ২৮ জানুয়ারি বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক পরিবর্তন চেয়ে আবেদনটি করা হয়। অপর আবেদনটি ৩ মার্চ খালেদা জিয়ার প্রেপ্তারি পরোয়ানার আদেশ স্থগিত চেয়ে করা হয়।

এই আবেদন দুইটির শুনানির জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো.খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোটে জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন মোমতাজ উদ্দিন ফকির।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G