খালেদার কার্যালয়ে তল্লাশির নির্দেশ

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda officeবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এ নির্দেশ দেন।

বিস্ফোরক আইনে দায়ের করা রাজধানীর গুলশান থানার একটি মামলায় এ নির্দেশ দেয়া হয়।

গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয় অবরুদ্ধ করে রাখলেও এখন পরিস্থিতি কিছুটা শিথিল রয়েছে।

এদিকে কার্যালয়ে বসে চলমান আন্দোলন পরিচালনা করছেন খালেদা জিয়া। সরকারি দলের পক্ষ থেকে আন্দোলনে সহিংসতার জন্য তাকে (খালেদা জিয়া) দায়ী করা হচ্ছে। সরকারের মন্ত্রী-এমপি ও বেশ কিছু সংগঠন সহিংসতার দায়ে তার গ্রেফতার দাবি করেছেন। এমনকি হুকুমের আসামী করে তার বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G