খালেদার কার্যালয়ে ৬ হাফেজ

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

khalerdaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে কোরান খতম দিতে গুলশান কার্যালয়ে ঢুকেছেন বাড্ডা আজিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৬ হাফেজ।

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা দেখা করার পর বুধবার ৬ হাফেজকে খালেদার কার্যালয়ে ঢুকতে দেয়া হয়েছে।

কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার লোকজন ৬ হাফেজের নাম ঠিকানা লিখে রেখে কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছে।

৩ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে দলীয় সঙ্গীদের নিয়ে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া।

তখন থেকে সেখানে অনেকটা অবরুদ্ধ রয়েছেন তিনি। বাইরের কাউকে ভেতরে ঢুকতে এবং ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।

এদিকে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম বুধবার গুলশান কার্যালয়ে আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গতরাতে এ কথা জানান।

তিনি জানান, চেহেলাম উপলক্ষে আজ সকাল থেকেই গুলশান কার্যালয়ে কোরআনখানি হবে। বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল হবে।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া তাঁর পুত্রের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন।

আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। ২৭ জানুয়ারি তাঁর মৃতদেহ দেশে আনা হয়। ওই দিনই বায়তুল মোকাররমে জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G