খালেদার সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaleda euবিএনপি চেয়ারারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধিদল।

এর আগে প্রতিনিধি দলের নয় সদস্য মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেগম জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন।

নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইইউ সংসদীয় উপ-কমিটির সহ-সভাপতি ক্রিস্চিয়ান ড্যান পেরেডার। এই ৯ সদস্যের মধ্যে তিনজন ইইউয়ের আবাসিক প্রতিনিধি।

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিনিধি দলটি চারদিনের সফরে ঢাকা এসেছে। এই সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে। এছাড়া তারা দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

প্রতিক্ষণ /এডি/মাজহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G