খালেদার সাথে সংলাপ নয় কেন: বি চৌধুরী

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৬:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম 

full_596205992_1422700728 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আপনি সন্তু লারমার সঙ্গে সংলাপ করতে পারেন, তাহলে সমগ্র দেশের শান্তির জন্য খালেদা জিয়ার সঙ্গে সংলাপ করতে সমস্যা কোথায়?’

প্রধানমন্ত্রীর প্রতি এমন প্রশ্ন রাখার পাশাপাশি বিএনপিকেও তাদের অবস্থান থেকে সরে সংলাপের পথে আসার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে ‘বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। গুড গভর্নেন্স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

বি চৌধুরী বলেন, ‘সরকার বলছে সংলাপের প্রয়োজন নাই। সরকারই যদি সংলাপের প্রয়োজন অনুভব না করে তাহলে তো সংলাপ সম্ভব নয়। দেশ এখন নিকৃষ্ট অবস্থার মধ্যে পতিত। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, নইলে এ যুদ্ধে জয় আসবে না।’

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতদোর আহমেদ। আয়োজক সংগঠনের সভাপতি বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকমল বড়ুয়া প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/ বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G