গণভোট চান ব্যারিস্টার রফিক-উল হক

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

BSPP_BG_703510151নির্বাচন প্রশ্নে গণভোটের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক।

আজ শনিবার বেলা ১টার দিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।

ব্যারিস্টার রফিকুল হক বলেন- ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সেকারণে একটি নতুন নির্বাচনের প্রয়োজন আছি কি নেই তা নির্ধারণে গণভোটের ব্যবস্থা করা দরকার।

পেশাজীবীদের এ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। উপস্থিত ছিলেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আজিজুল ইসলাম, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G