গণমাধ্যম পঙ্গু হাসপাতাল চোখে দেখে না

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gajiবিভিন্ন গণমাধ্যম শুধু বার্ন ইউনিটে পড়ে থাকে, তারা ক্রসফায়ারে পঙ্গুত্ব বরণকারীদের চোখে দেখে না বলে মন্তব্য করেছেন পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে তিনি একথা বলেন।

রুহুল আমিন গাজী বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের চোখ শুধুমাত্র বার্ন ইউনিটে। অথচ পঙ্গু হাসপাতাল তারা দেখে না।

সরকারি বাহিনীর গুলিতে কত মানুষ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন, কত মায়ের বুক খালি হয়েছে, সেটাও একটু দেখান। তা হলে আমরা কি করে বুঝব গণমাধ্যম নিরপেক্ষ ?’

খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করবেন সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দয়া করে মাথা ঠান্ডা করুন। কোন অপরাধে খালেদাকে গ্রেপ্তার করবেন? তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছেন, দেশের মানুষের স্বাধীনভাবে বাঁচার জন্য কাজ করছেন।’

সরকারি দল ছাড়া সকল রাজনৈতিক দলের অফিসে তালা মন্তব্য করে গাজী বলেন, ‘অন্য দলের কারও অফিস করার সুযোগ নাই, বাসায় থাকতে পারছে না এমনকি আত্মীয়-স্বজনদের বাসায়ও থাকতে পারছে না। সরকার গণতন্ত্র ধ্বংস করার পর সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করার চেষ্টা করছে।’

গণতন্ত্রের স্বার্থে সবাই মিলে অর্থবহ সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ড্যাব সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহসচিব রফিকুল ইসলাম রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল ইসলাম প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/হানিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G