গভর্নরকে ডিএসইর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
গত ২০ ডিসেম্বর ব্যাংক-কোম্পানি কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা শীর্ষক একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ কারনেই ডিএসইর পক্ষ থেকে গর্ভনরকে অভিনন্দন জানানো হয়েছে। সার্কুলারটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
ডিএসই আশা করছে, শেয়ারবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ গুরুত্বারোপ, ইতিবাচক দৃষ্টিভঙ্গী ও মনোভাবের কল্যাণে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত বিধিমালা পরিপালন সহজতর হবে এবং এর ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়বে । এছাড়া এই সার্কুলারের ফলে ব্যাংকের যে সব সাবসিডিয়ারী কোম্পানি আছে তার মূলধনকে ব্যাংকের পুঁজিবাজারে এক্সপোজারে মধ্যে আনা হবে না।
এ সাবসিডিয়ারি মূলত ২ ধরনের প্রতিষ্ঠান, একটি হলো ব্রোকারেজ হাউজ, অপরটি হলো মার্চেন্ট ব্যাংক। এ দুটির মূলধন যদি এক্সপোজারে গণনা না হয় তাহলে পুঁজিবাজারের এক্সপোজারের সীমা সমন্বয়ের বর্তমান যে সমস্যা আছে তা অনেকাংশে কমে যাবে। আর বিষয়টি বাজারের জন্য ইতিবাচক হিসেবেই কাজ করবে বলে মনে করছে ডিএসই।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি