গাইবান্ধায় আদিবাসীদের মানববন্ধন

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ৫:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

2f3eb3f7-10২ হাজার ৫’শ একর জমি ফেরতের দাবীতে আদিবাসীরা তাদের তীর ধনুক ও ঐতিহ্যবাহী সনাতন অস্ত্র নিয়ে মানববন্ধন করেছে।

সোমবার দুপুরে গাইবান্ধায় মানববন্ধন এবং স্মারকলিপি দিয়েছে তারা।

৪০ কিলোমিটার দূর থেকে এবং গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী পল্লী থেকে সহশ্রাধিক আদিবাসী নারী পুরষ গাইবান্ধায় এসে মানববন্ধনে বন্ধনে অংশ নেয়।

মাবনবন্ধনে বক্তারা আদিবাসীদের জন্য আলাদা ভুমি কমিশন গঠন করে তাদের ভুমির সমস্যার সমাধান সরকারকে করতে হবে।

তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭০ শতাংশ জমির মালিক ছিলো আদিবাসীরা। আদিবাসী অধুর্ষিত এখনো ২১ টি গ্রামে ২ হাজার ৫ শ পরিবার বাস করে। এসব পরিবারের জমি ১৯৬২ সালে সরকার নামমাত্র মুল্যে শর্ত সাপেক্ষে ক্রয় করে । এসব জমি ফেরত সহ আদিবাসীদের সমস্যা সমাধানের জন্য আহবান জানান।

এ সময় বক্তব্য রাখেন আদিবাসী নেতা ফিলিমন বাসকে,শাজাহান আলী প্রধান,আব্দুল করিমসহ অন্যান্য আদিবাসীরা।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G