গাইবান্ধায় সিম নিবন্ধনে অর্থ বানিজ্য

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

তোফায়েল হোসন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)

simগাইবান্ধা জেলার সাতটি উপজেলার বিভিন্ন পয়েন্টে বায়োমেটিক পদ্ধতি সিম নিবন্ধনের নামে গ্রাহকদের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছেন মোবাইল ফোন রিটেইলাররা। সেই সাথে রিটেইলারগণ ফরম সংকটের অজুহাত দেখিয়ে নানা হয়রানির শিকার করাচ্ছে গ্রাহকদের।

ফলে প্রতিদিন নিবন্ধন করতে এসে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকরা। এতে সরকারের উদ্যোগ ভেস্তে যাতে পারে বলেও মনে করছেন গ্রাহকরা।

সূত্রে জানা যায়, সরকার অবৈধ সিম ব্যবহার ও নানা অপরাধ দমনের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পদ্ধতি চালু করেন। কিন্তু নিবন্ধনের নামে প্রতিটি গ্রাহকদের কাছ থেকে ১০ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত আদায় করছে রিটেইলাররা। ফলে সিম নিবন্ধন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা।

গ্রাহকদের অভিযোগ, বিটিআরসি’র জারিকৃত নির্দেশনায় কোন মোবাইল ফোন অপারেটর গ্রাহকদের কাছ থেকে নিবন্ধন ফি নিতে পারবে না। এমন নির্দেশনা থাকলেও গ্রাহকদের নিকট থেকে বাড়তি টাকা নিচ্ছে।  

সিম নিবন্ধন করতে আসা কয়েজন গ্রাহক জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য গেলে তাদের কাছ থেকে প্রতিটি সিমের জন্য ১০ থেকে ২০ টাকা করে দাবি করা হয়।

এদিকে, রিটেইলারদের দাবি অপারেটরদের দেয়া নিবন্ধন কমিশন খুবই কম। তাই এ কমিশন বাড়ানোর দাবি রিটেইলারদের। আর সিম নিবন্ধনে টাকা আদায় বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G