গাছ থেকে নেমেই আটক প্রতিবাদি জালাল

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

jalal_bg_289823639ক্রসফায়ার, পেট্রোল বোমা, হরতাল-অবরোধ চিরতরে বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কড়ই গাছের ওপর ২৪ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালনকারী জালাল উদ্দিন মজুমদারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ওই গাছে অবস্থান করেন নিজেকে ‘জাতীয় মুক্তি আন্দোলনের’ নেতা দাবিদার জালাল উদ্দিন মজুমদার।

আটকের বিষয়ে শাহবাগ থানার উপপুলিশ পরিদর্শক সোহেল বলেন, ২৪ ঘণ্টা গাছে থাকার পর নেমে গিয়ে আবারও তিনি গাছে ওঠার কথা বলেন।

সোহেল বলেন, নিরাপত্তার খাতিরে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে সকাল নয়টায় গাছ থেকে মজু নেমে এলে তার সঙ্গে আসা কয়েকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

হাতে হারিকেন, মাথায় জাতীয় পতাকা বেঁধে, গাছের সঙ্গে শিকল দিয়ে হাত বেঁধে ও এক হাতে হ্যান্ডমাইক নিয়ে ২৪ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন মজু।

মজুর সঙ্গে আরও ৮-৯ জন যুবকও মাথায় জাতীয় পতাকা বেঁধে রাতভর অবস্থান ধর্মঘট পালন করেন।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G