গাছের ওপর অবস্থান ধর্মঘট

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

Tree_strik_596891260ক্রসফায়ার ও হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধের দাবিতে গাছের ওপর অবস্থান কর্মসূচি পালন করছেন জালাল উদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি।

সোমবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি কড়ুই গাছের ডালের ওপর উঠে একাই এ কর্মসূচি শুরু করেন তিনি।

২৪ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে জালাল উদ্দিন মাথায় লাল-সবুজ পতাকা বেঁধে তার এক হাত লোহার শিকল দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে রেখেছেন। এছাড়া দুইটি ব্যানার, একটি হারিকেন ও এক হাতে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তিনি।

জালাল উদ্দিন মজুমদার নিজেকে জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের চেয়ারম্যান বলে দাবি করেছেন।

জালাল উদ্দিন অবস্থান ধর্মঘট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের সংকট সমাধানে আলোচনার আহবান জানিয়ে যাচ্ছেন।

যেহেতু সাধারণ প্রতিবাদে সরকার ও বিএনপির দৃষ্টি ফেরানো যাচ্ছে না, তাই তিনি গাছের ওপর উঠেই এই প্রতিবাদ করছেন বলেও জানান জালাল উদ্দিন।

দেশের চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসকে আলোচনায় বসতে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G