গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

895851 (1)গাজীপুরের ধান গবেষণা ইনিস্টিটিউটের সামনে জয়দেবপুরগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছে। গুরতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেলে আনা হচ্ছে।
আহতরা হলো, সবুজ (২০), রাকিব (১২) ও নুরুন্নবি (২৬), মঞ্জুরুল ইসলাম (৩২) ও সোহেল রানা (৩৪)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ঢাকাগামী বলাকা পরিবহনের একটি বাস বুধবার রাত ৮টার দিকে গাজীপুর ধান গবেষণা ইনিস্টিটিউটের সামনে জয়দেবপুরগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, অগ্নিদগ্ধ ৫ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। শিশু রাকিব ও নুরুন্নবি প্রায় ২৫ ভাগ দগ্ধ হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G