গিনেস বুকে খরগোশ জেফ

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৬ সময়ঃ ৯:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

darius.2আকৃতির কারণে বিশ্ব রেকর্ড গড়েছে জেফ নামের একটি খরগোশ। লম্বায় চার ফুট পাঁচ ইঞ্চি হওয়ায় গিনেস বুকে উঠেছে খরগোশ জেফের নাম। এ নিয়ে খরগোশটির মালিক ব্রিটিশ নাগরিক ক্লেমি মুডি বলেন,
‘‘ খরগোশটি বিশ্ব রেকর্ড গড়ায় তিনি গর্বিত। মজার ব্যাপার হচ্ছে, ১৮ মাস বয়সী এই খরগোশ তার বাবার রেকর্ড ভেঙ্গে দিয়েছে। জেফের জন্মদাতা ডেরিউস ছিলো ৪ ফুট ৩ ইঞ্চি লম্বা। তবে, জেফের রেকর্ড ভেঙ্গে দিতে পারে তার বোন ইনিয়া। কারণ, মাত্র পাঁচ মাসেই তার দৈর্ঘ্য হয়েছে প্রায় সাড়ে তিন ফুট। ’’

মুডি আরোও জানান,  ‘‘ খরগোশদের ব্রকলি খেতে দেয়া হয়। এ কারণেই তাদের এই অবিশ্বাস্য বৃদ্ধি। আমার বিশ্বাস বিশ্বের বৃহত্তম খরগোসের মালিকানার সাইনবোর্ড আমার কাছ থেকে কেড়ে নেওয়া যে কারোর পক্ষে কঠিন হবে।’’

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G