গুজবে চটেছেন আঁচল

প্রথম প্রকাশঃ জুন ৮, ২০১৫ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

acholদুটি ছবি থেকে বাদ দেয়া হয়েছে আঁচলকে এমন গুজবে কিছুটা চটেছেন তিনি। ‘বাদশা’ ও ‘রাজা বাবু’– ছবি দুটি থেকে বাদ পড়েছেন এমন গুজব চলছে মিডিয়া পাড়ায়।

তিনি জানান, একটি সিনেমা তিনি নিজেই ছেড়ে দিয়েছেন, অন্যটির শুটিং শুরু হবে সামনে।

আঁচল বলেন, “আমি বিশিষ্ট প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেনের উদ্যোগে একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হই। ‘বাদশা’ ছবিটি মোহাম্মদ হোসেনের এবং ‘রাজা বাবু’ বদিউল আলম খোকনের। মোহাম্মদ হোসেন আমাকে নগদ অর্থে সাইনিং করান। আর বদিউল আলম খোকন দেন চেক।”

তিনি আরো বলেন, “কিন্তু ‘রাজা বাবু’ ছবির প্রযোজক সংক্রান্ত ঝামেলার কারণে চেকটি পাস হয়নি এবং ছবির কাজ স্থগিত হয়ে যায়। আমি নিজেই জানি ছবিটি হচ্ছে না। তাছাড়া এ ছবিতে আরেকজন নায়িকা থাকবেন শুনে আমি আপত্তি জানাই। পরিচালক বদিউল আলম খোকন একসময় আমাকে জানান ছবিটি হচ্ছে না। আমিও সেই ছবির আশা ছেড়ে দিয়ে শিডিউল অন্য ছবিকে দিয়ে দেই। কিন্তু ইদানীং শুনছি আমি নাকি তার ছবি থেকে বাদ পড়েছি। বিষয়টি আমাকে বিস্মিত করছে। কারণ, আমি তো ছয় মাস আগেই ছবিটি ছেড়ে দিয়েছি।”

‘বাদশা’ সম্পর্কে তিনি বলেন, ‘মোহাম্মদ হোসেন সাহেবের ছবি থেকে তো আমি বাদ পড়িনি। তিনি আমাকে নিয়ে ছবি বানাবেন বলে নিশ্চিত করেছেন।’

এদিকে, প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন বলেন, “আঁচলকে আমি নিজে চুক্তিবদ্ধ করেছি। তাকে বাদ দেয়ার অধিকার যদি থাকে তাহলে আমি দেবো। অন্য কাউকে তো বাদ দেয়ার অধিকার দেইনি। ‘বাদশা’ ছবিটি হবে এবং এ ছবিতে নায়িকা আঁচলই থাকবেন। অন্য কেউ নন।”
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G