গুলিবিদ্ধ পিয়ারো সিএমএইচে

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ১০:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Italy উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ইতালি নাগরিক ধর্মযাজক ড.পিয়ারো পিচুম বারোয়ারী (৫২) কে ঢাকায় আনা হয়েছে। বুধবার বিকেলের দিকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

দিনাজপুর মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দিনাজপুর শহরের বি-আর-টি-সি বাস ডিপোর সামনে রাস্তা। প্রতিদিনকার মতো এই পথ দিয়ে বাই সাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন মিশনারি হাসাপতালের চিকিৎসক ডা. পিয়েরো। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকের ধারণা তাকে গুলি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই তদন্তের পাশাপাশি, দোষীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ূন কবীর দাবি করেন, রংপুরের কুনিও হোশি হত্যাকাণ্ডের সাথে দিনাজপুরে ইতালির নাগরিক ডা.পিয়েরোর ওপর হামলার যোগসূত্র রয়েছে। এটি একটি পরিকল্পিত হামলা বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছর ২৮ সেপ্টেম্বর গুলশানে তাভেলা সিজার নামে এক ইতালির নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এছাড়া, ৩ অক্টোবর রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিকে হত্যা করে দুর্বৃত্তরা।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G