গ্রেফতার করা হবে না জাকির নায়েককে

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৬ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

dr-jakir-naikজনপ্রিয় ইসলামি বক্তা ও পিস টিভির পরিচালক জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বক্তব্য দেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে দেশে ফিরলে গ্রেফতার করা হবে না তাঁকে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

হিন্দুর প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট (এসআইডি)- থেকে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বক্তব্যের অভিযোগ নাকচ করে দিয়ে এ ধরনের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার পক্ষেই প্রতিবেদন দিয়েছে সংস্থাটি।

প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে জাকির নায়েকের দেওয়া লেকচারের মধ্যে ইউটিউব থেকে ১০০টিরও বেশি লেকচার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অন্যান্য তথ্যও পরীক্ষা করে দেখা হয়েছে। হায়দরাবাদসহ কিছু রাজ্যে আইএসের প্রসারে তার বক্তৃতা প্রভাব ফেলেছে বলে দাবি উঠেছে। সেই হায়দরাবাদের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে তথ্য উপাত্ত নিয়ে সেগুলোও যাচাই করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর্যবেক্ষণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এসআইডির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, “ইংরেজিভাষী এই ধর্ম প্রচারকের বিরুদ্ধে কোনও অভিযোগেরই প্রমাণ মেলেনি। শুধু যে সম্ভাব্য বিষয়টি বিবেচনায় নেওয়া যায়, সেটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। কিন্তু সেটিও তার বক্তব্য থেকে প্রমাণ করা সম্ভব নয়। আমরা তার গতিবিধি নজরে রেখেছি। যদি তিনি তার অবস্থান থেকে কখনও সরে যান, কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা সম্ভব। আপাতত, আমরা শুধু তাকে পর্যবেক্ষণে রেখেছি।”

“ঢাকা ও হায়দরাবাদের ঘটনায় সন্ত্রাসীদের অনুপ্রাণিত করতে পারে বা কোনও সন্ত্রাসী-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে জাকির নায়েকের সংযোগ আছে এমন কোনও শক্তিশালী তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তার শক্তিশালী ধর্মীয় তত্ত্ব কাউকে তালেবান, আল-কায়েদা বা আইএসের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র তৈরি করাতে পারে; এমন কোনও প্রমাণ আমাদের কাছে নেই।” যোগ করেন গোয়েন্দা কর্মকর্তা।

জাকির নায়েকের সমর্থকরা দাবি করেছেন, জাকির নায়েক কোনও অপরাধ করেননি। জাকির নায়েকের আইনজীবী মুবিন সোলকার বলেছেন, তার বক্তব্যে কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগের সত্যতা নেই।

এদিকে, এক বিবৃতিতে জাকির নায়েক জানিয়েছেন, স্কাইপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন আগামীকাল বৃহস্পতিবার।

সৌদি আরব থেকে চলতি সপ্তাহে ভারতের মুম্বাইয়ে ফেরার কথা ছিল নায়েকের। বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা ছিল তাঁর। তবে এর পরিবর্তে আগামীকাল মদিনা থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

জাকির নায়েকের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগামীকালের সংবাদ সম্মেলনে জাকির নায়েকের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি থাকবেন। তাঁদের মধ্যে বলিউড তারকা, আইনজীবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা রয়েছেন।

এর আগে জাকিরের মুখপাত্র জানিয়েছিলেন, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে ভারতে ফিরছেন না তিনি। মদিনা থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেবেন।

উল্লেখ্য, গুলশান হামলাকারীদের মধ্যে দুইজন ফেসবুকে জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর জাকির নায়েক ও পিস টিভির ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ ও ভারতের কর্তৃপক্ষ। দুই দেশেই বন্ধ করে দেওয়া হয় পিস টিভির সম্প্রচার।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G