গ্রেফতার হলো হামাসের শীর্ষ নেতা

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

hamasরামাল্লায় রাতভর অভিযান চালিয়ে পশ্চিম তীরের হামাসের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয় বলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর আল জাজিরা।

মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রামাল্লার দক্ষিণ-পশ্চিমের বৈতুনিয়া এলাকা রাতভর অভিযান চালিয়ে হাসান ইউসুফ নামে হামাসের ওই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার হামাসের শীর্ষ এ নেতােকে গ্রেফতার করা হয়েছিলো।

এর আগে ইসরাইলি নিরাপত্তা বাহিনী জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এর পর থেকেই ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে।

চলতি মাসে ফিলিস্তিনিদের হামলায় এখন পর্যন্ত ৮ ইসরায়েলি ও ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ফিলিস্তিনি হামলাকারীও রয়েছে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G