গ্র্যামি অ্যাওয়ার্ডে চমক ওবামার
আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পারিবারিক সহিংসতা বন্ধের বার্তা সবার কাছে পৌঁছে দিতেই রোববার রাতের এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।
চলতি বছর সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লস আঞ্জেলেসের স্ট্যাপেলস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ৫৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবার বিভিন্ন বিভাগে সর্বমোট ৮৩টি পুরস্কার দেওয়া হয়।
সোমবার ইন্ডিয়াটুডে এক খবরে জানিয়েছে, ‘ইটস অন আস’ (পারিবারিক সহিংসতা মোকাবেলায় উদ্যোগ সংক্রান্ত সাইট) এর প্রচারণার অংশ হিসেবে পারিবারিক সহিংসতা বন্ধের বার্তা দিতেই অনুষ্ঠানে যোগ দেন ওবামা। এ সময় তিনি পূর্ব-ধারণকৃত একটি ভিডিওর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিছু পারিবারিক সহিংসতার অভিজ্ঞতা তুলে ধরেন। এতে দেখা যায়, ৫ জনে ১ জন ধর্ষণ এবং ৪ জনে ১ জন নারী সহিংসতার শিকার হন।
অনুষ্ঠানে ওবামা বলেন, এটা ঠিক নয় এবং এটা বন্ধ করতে হবে। স্রষ্টা আমাদের মানসিকতা এবং আচরণ পরিবর্তন করার অভিনব শক্তি দিয়েছেন। কাজেই এই বিষয়টা নিয়ে আমরা সহজেই চিন্তা ও আলোচনা করতে পারি।
তিনি বলেন, গ্র্যামি অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, তাদের পাশাপাশি ভক্তদেরও আমি একই কাজ করতে বলবো।
লাখ লাখ দর্শকের সামনে পারিবারিক সহিংসতা বন্ধে ওবামার আহবান সিবিএস অনলাইন টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রতিক্ষণ/এডি/মাছুদ