ঘরে ঢিল ছোড়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু
প্রতিক্ষণ ডেস্কঃ
মাগুরার শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে ঘরের চালায় ঢিল ছোড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রিয়াদুল ইসলাম ঢালু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ৩টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
রিয়াদুল ইসলাম ঢালু রাজাপুর গ্রামের ভ্যানচালক জামাল শেখের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরের চালায় ঢিল ছোড়া নিয়ে রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, গতকাল শনিবার রাতে তারাবির নামাজের পর প্রথমে এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে ঢিল ছোড়ে। এ ঘটনার জের ধরে আজ সকালে প্রতিপক্ষ শফি মোল্লার পক্ষের হাসান মোল্লার বাড়ি ভাঙচুর করতে যায় চাঁদ আলী বিশ্বাসের পক্ষের লোকজন। এ সময় সড়কির আঘাতে ঘটনাস্থলে ঐ যুবকের মৃত্যু হয়।
ঐ পুলিশ কর্মকর্তা আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদ আলী বিশ্বাস ও শফি মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৩-১৪টি ফাঁকা গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া