ঘরে বসেই তৈরি করুন ‘এয়ার ফ্রেশনার’

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১১:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

air fr

অনেক সময় ঘরে ফেলে রেখে দেওয়া জামাকাপড় থেকে আসে দুর্গন্ধ। আবার কখনও রান্নাঘর থেকে ভেসে আসা দুর্গন্ধময় বাতাস আপনার ঘরে প্রবেশ করে আর সেই সাথে আপনাকে বিরক্তি এবং বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। ঠিক তখনই আপনার প্রয়োজন হয়ে পড়ে ‘এয়ার ফ্রেশনার’। অনেক ধরনের আলদা আলাদা সুগন্ধি সমৃদ্ধ ‘এয়ার ফ্রেশনার’ বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু আপনি যদি চান তাহলে আপনি ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে তৈরি করতে পারেন এই ‘এয়ার ফ্রেশনার’। যার মাধ্যমে আপনি পাবেন বিশুদ্ধ, সুগন্ধময় পরিবেশ ও আরামদায়ক অনুভূতি।

এখন জেনে নেই ঘরে বসে ‘এয়ার ফ্রেশনার’ কৌশল বা পদ্ধতিগুলোঃ


স্প্রে :
বাতাসে থাকা রোগজীবাণু এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য ভিনেগার খুবই কার্যকর। একটি খালি স্প্রে বোতল নিয়ে এর চার ভাগ পরিমাণ পানির সাথে এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে খুব সহজেই এয়ার ফ্রেশনার তৈরি করে যে কোনো ঘরে স্প্রে করা যায়। রন্ধন গন্ধ দূর করার জন্য রান্নাঘরে একটি ভিনেগারের বাটি রাখতে পারেন। আপনি চাইলে এতে লেবু অথবা কমলার খোসা যোগ করতে পারেন। কিন্তু দিন শেষে অবশ্যই সেটি ফেলে দিবেন। ফেলে দিতে ভুল করবেন না।


ছিটানো পদ্ধতি :
পুরনো বেকিং সোডা যে কোনো দুর্গন্ধ লড়াইয়ে খুবই কার্যকরী। কাপড়, কার্পেট, গৃহসজ্জার সামগ্রী থেকে দুর্গন্ধ দূর করতে হলে ওইসব অংশে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে রাতভর রেখে দিন। পরদিন সকালে পরিষ্কার করে ফেলুন। এভাবে আপনি চাইলে আপনার জুতা, মোজা, পরনের কাপড় থেকেও দুর্গন্ধ দূর করে ফেলতে পারেন।


সেঁকা পদ্ধতি :
রান্নাঘর থেকে দুর্গন্ধ দূর করার জন্য এটি উত্তম উপায় সেঁকা পদ্ধতি। শুধুমাত্র দুটি লেবু কাটুন এবং সেগুলোকে একটি চুলার উপর এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে সেঁকেন। কিছুক্ষণের মধ্যেই শীতল গন্ধ সারাঘরময় ছড়িয়ে যাবে।


ফোটানো পদ্ধতি :
রান্নাঘরের অল্প কিছু উপাদান দিয়েই আপনি এয়ার ফ্রেশনার তৈরি করতে পারেন। কিছু মসলা যেমন মৌরি, জায়ফল, দারুচিনি লাঠি, লবঙ্গের সাথে লেবুর খোসা এবং কমলার খোসা পানিতে মিশিয়ে এক ঘণ্টার মত ফোটাতে হবে। যখন পানি ফুটতে শুরু করবে তখন সেই বাষ্প রান্নাঘরের বাতাসে মিশে সুবাস তৈরি করবে। তরল মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে সেটি একটি স্প্রে বোতলে সংরক্ষণ করে পরবর্তীতে প্রয়োজনমতো ব্যবহার করা যাবে। কফির গুঁড়ো : দুর্গন্ধ দূর করার জন্য ঘরের এক কোণায় পরিষ্কার কফি ভর্তি ছোট বাটি রেখে দিতে পারেন।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G