ঘাসের তৈরি ‘স্মার্টফোন’

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

smartভাবুন তো আপনার স্মার্টফোনটি মাঠের ঘাসের কভারের? আশ্চর্য হলেও সত্য। এটি ওটু এর ডিজাইনার সিন মাইলসের রিসাইকেল গ্যাজেট দিয়ে তৈরি। একটি ছাঁচের মধ্যে তরল রেজিন দিয়ে ঘাস রেখে ২৪ ঘণ্টা রেখে দেয়া হয়।

রেজিন সম্পূর্ণরূপে নিরাময় হওয়ার পর একটি সুন্দর এবং মসৃণ কভার হয়ে যায়। মাইলস ঘাসের কভারে আরও কিছু প্রাকৃতিক ছোঁয়া দিয়েছে। বাটন এবং ক্যামেরার পারিপার্শ্বিক পুনর্ব্যবহৃত ফোনের প্লাস্টিক বা ধাতু না। বাটনগুলো কাঠের তৈরি যা সবুজ শেলের উপর ভালো মানায়। ফোনের বাকি সব অংশ গ্রাহকের পুনর্ব্যবহৃত নকিয়া থেকে।

 

এরকম আরো কিছু নিউজ


## বাঁশের তৈরি স্মার্টফোন

## যেভাবে ইন্টারনেট বিল কমাবেন

## উড়ে বেড়াচ্ছে মানুষ(ভিডিও)

## পৃথিবীর মতো দুই গ্রহ

## কেমন হবে ভবিষ্যৎ টেলিভিশন


প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G