ঘূর্ণিঝড়ে নিহত ৫
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
শনিবার (২৩ মে) রাতে দিনাজপুরে ঘূর্ণিঝড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন-ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের স্ত্রী মিতু রায় (২২), নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতী সাব্বির (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়ার আলেয়া বেগম।
এদিকে, ঝড়ে শত শত ঘরবাড়ি ভেঙে গেছে। উপড়ে গেছে হাজার হাজার গাছ। লিচু ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদুত্যিক খুঁটি ভেঙে দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মহাসড়কের গাছ ভেঙে পড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে করে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিষয়টি নিশ্চিত করেছেন।