কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
কক্সবাজারের চকোরিয়া মহাসড়কের বড়াইতলী এলাকায় পিকনিক বাস ও মাইকোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকেে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে চয়েস পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। বাসটি বড়াইতলি রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কক্সবাজার কেজি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর ছোট বোন তাহেরা বেগম এবং চালক জয়নালের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে তাহেরার বেগমের কন্যা তাসমি ও তাদের কাজের মেয়ে (নাম পাওয়া যায়নি)।
নিহত চালকের নাম জয়নাল আবেদীন। বাড়ি উখিয়ার কোট বাজারে। তিনি টেকনাফের উখিয়ার সৈয়দ আহম্মদের ছেলে। এ সময় আহত হয় আরো অন্তত ১৫ পিকনিক বাসের যাত্রী।
আহতদের উদ্ধার করে চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ নিহত তাসমির মেহেদীর অনুষ্ঠানের কথা ছিল। ২৪ জানুয়ারি ছিল বিয়ে। সড়ক দুর্ঘটনায় তাসমির ভাই রাজিবসহ গুরুতর আহত হয়েছে আরো ৮ জন।
প্রতিক্ষণ/এডি/রাবী