চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে একে-৪৭, আটক ৭২

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৮:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

CTG-collegeচট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ অস্ত্রসহ ৭২ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে শুরু হওয়া এ অভিযানে তাদের আটক করা হয়। অভিযান চলে বুধবার সকাল ৭টা পর্যন্ত।

এসব অস্ত্র ম‍াটির নিচে পুঁতে রাখা হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নাশকতা চালানোর জন্য বিপুল পরিমাণ অস্ত্রসহ শিবির ক্যাডাররা কলেজে জড়ো হচ্ছে।

এর প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাত ২টা থেকে পুরো এলাকা ঘিরে ফেলে এ অভিযান শুরু করে। নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে অভিযানে নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ মো. আব্দুর রউফের নেতৃত্বে একটি টিমও অংশ নেয়।

এ সময় চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি থ্রি নট থ্রি চাইনিজ রাইফেল এবং চারটি রকেট প্লেয়ারসহ মোট নয়টি অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় ৭২ জনকে।

আটক ৭২ জনের বেশির ভাগই শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে শিবিরের নেতা-কর্মীরা রয়েছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G