মিরসরাইয়ে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১০:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

train accidentলাইন কেটে রাখায় চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে।

সোমবার ভোররাতে বড় তাকিয়া এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনটি লাইনচ্যুত হয় বলে চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। ইঞ্জিন এবং দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিন এবং বগি দুটি পাশের লাইনে পড়ায় দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেল লাইনের ৪২ ফুট অংশ সরিয়ে ফেলা হয় বলে জানান তিনি। দুর্ঘটনায় ময়মনসিংহ এক্সপ্রেসের চালকসহ ৫ জন সামান্য আহত হয়েছে।

সকালে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

দুর্ঘটনার কারণে রাতে ঢাকা ও সিলেট থেকে রাতে ছেড়ে আসা কোনো ট্রেনই চট্টগ্রামে পৌঁছায়নি। চট্টগ্রাম থেকেও ঢাকাগামী মহানগর প্রভাতী ও সুবর্ণ এক্সপ্রেস ছাড়েনি।

প্রতিক্ষণ /এডি/গুলজার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G