চট্টগ্রামে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন গুলিদ্ধসহ অন্তত ৩০জন আহত হয়েছে। এছাড়া বসতঘর- দোকানে আগুন ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।
শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে এলাকায় সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান বাদশা ও মুছা গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকটি হয়। এ নিয়ে ইভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ওই ঘটনার জেরে শুক্রবার সকালে উভয়পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় একটি বসতঘর, একটি দোকান জ্বালিয়ে দেয়। এছাড়া বেশ কয়েকটি বসতঘর ও দোকান ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে সাতকানিয়া থানার উপপরিদর্শক জৌলুস খান বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। বসতঘর ও একটি দোকান জ্বালিয়ে দিয়েছে। এছাড়া কয়েকটি বসতঘর ও দোকানে ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় জানিয়ে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক মো. হামিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরখাগরিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/রাজন