চবি ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা

প্রথম প্রকাশঃ মে ৫, ২০১৭ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৫ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে গতিশীল ও সুসংগঠিত করতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান
সোহাগ। তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৪ মে) শাটল ট্রেনের সীটে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাত নেতাকর্মী আহত হয়।

এদিকে এ ঘটনার জেরে চবির তিনটি হলে একযোগে তল্লাশি চালায় পুলিশ। সেখানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G