মিনহাজুল ইসলাম তুহিন,চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ২০১১-১২ সেশনের মেধাবী ছাত্র আলাউদ্দীন হোসেন আলাওল হত্যার বিচার দাবিতে চবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে সোমবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, ড. প্রকাশ দাস গুপ্ত, লোকমান কবির, মো. আরিফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেখে বুঝা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা কোনো প্রকার প্রভাবিত না হয়ে তদন্ত কাজ করে গেলে আমরা এমন ঘৃণিত কাজের সাথে জড়িতদের বিচার দেখতে পাবো’ ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহীবুল আজিজ বলেন, ‘বাংলা বিভাগে আলাওলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা খারাপ কোনো কাজের সাথে জড়িত ছিল এমন কোন তথ্য ছিল না। খুবই নম্র ও ভদ্র ছেলে ছিল সে। তার মতো একজন মেধাবী ছাত্রকে এভাবে খুন হতে হলো যা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের কাছে আলাওল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি’।
এদিকে গ্রেফতারের বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রতিক্ষণ ডট কমকে বলেন, ‘আমরা এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি। এ ব্যাপারে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। আশা করছি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব’।
প্রতিক্ষণ/এডি/শাআ