চলমান অস্থিরতা ও সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ১০:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

marieবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতায় গভীরভাবে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বাস পোড়ানো, দাহ্য বস্তু ছুড়ে মারা, ট্রেন লাইনচ্যুতসহ নানা অযৌক্তিক হামলার মাধ্যমে সাধারণ লোকজনকে হতাহতের নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশে সহিংসতা চালানোর তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ডের কোনও যৌক্তিকতা নেই। এ ধরনের আচরণ সমর্থনযোগ্যও নয়।’

চলমান সহিংসতা বন্ধে শেখ হাসিনা সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোকে নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার আহবান জানানো হয়েছে। একই সঙ্গে সব দলকেও তাদের সদস্যদের সহিংসতার পথ পরিহার করতে নির্দেশনা দেওয়ার আহবান জানানো হয়।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘সব বাংলাদেশীরই শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে। আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি তারা যেন শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করে।’

গত ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে দৃর্বৃত্তদের চালানো হামলায় এ পর্যন্ত ৬৫ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন শতাধিক। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা চলমান এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রতিক্ষণ /এডি/প্রিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G