চলুন সবাই পলিথিন ব্যাগ বর্জন করি
প্রতিক্ষণ ডেস্ক
প্রতি শুক্র ও শনিবার ঢাকা শহরের অন্তত বিশ লাখ মানুষ প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাজারে যায় এবং পুরো সপ্তাহের যাবতীয় কেনাকাটা সেরে ফেলে। আর এই প্রক্রিয়ায় সপ্তাহের এ দুইদিন বাজার থেকে প্রতিটি পরিবারে গড়ে অন্তত ৫ টি করে পলিথিন ব্যাগ বাসায় প্রবেশ করে। ফলে সপ্তাহের এই দুইদিনেই বিশ লাখ পরিবার অন্তত এক কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করে যা পরের দিন সকালেই বর্জ্য হিসেবে গৃহস্থালি বর্জ্যের সাথে যুক্ত সিটি কর্পোরেশনের ডাস্টবিনগুলোতে জমা পড়ে।
তারপর এগুলো যেখানেই ফেলা হোক না কেন, যে পলিথিন ব্যাগ চারশ বছরেও পঁচে না বা মাটির সাথে পুরোপুরি মিশে যায় না তা দীর্ঘমেয়াদে এই দেশ ও দেশের প্রতিবেশ ব্যবস্থাকে যে কত ভয়াবহ হুমকির দিকে ঠেলে দিচ্ছে বা দিচ্ছি তা অনুধাবন করে চলুন সবাই পলিথিন শপিং ব্যাগ বর্জন করি এবং পরিবেশ বান্ধব বাজারের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলি।
এহসান রনির ফেসবুক পাতা থেকে উপরের এই লাইনগুলো নেয়া হয়েছে।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি