চাঁদপুরে ট্যাঙ্কলরি বিস্ফোরণে অাহত ১০

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৬ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

chandpur-fire-l

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কে বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), বাদশা (৪৫), মাসুদ (২৮), রায়হান (২৩), নুর মোহাম্মদ (২১) ও ফায়ার সার্ভিসের কর্মী মজুমদার খোকন (৪০)।

দগ্ধদের অবস্থা সম্পর্কে চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত ডা. বেলাল হোসাইন জানান, রোগী ৬ জনের মধ্যে চার জনের ৯০ ভাগ পুড়ে গেছে। দু’জনের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে। দগ্ধদের আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাত পৌনে একটার দিকে পদ্মা অয়েল কোম্পানীর একটি লরি থেকে  দোকানে তেল নামানো হচ্ছিলো। হঠাৎ করেই তেলের লরিটিতে বিস্ফোরণ হলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কিছুক্ষণের মধ্যেই লরি এবং তেলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভবনে থাকা মানুষজন ছাদে অবস্থান নেয়। পরে মই দিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযাগিতায় তাদের এবং আহতদের উদ্ধার করে। অল্প সময়ের মধ্যেই তেলের দোকানসহ পুরো তিন তলার ভবনেই আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফারুক আহমেদ জানান, বুধবার রাতে পদ্মা অয়েলের একটি ট্যাঙ্কলরি থেকে তেল নামানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে পুরো লরিটিতে আগুন লেগে যায়। পরে পাশের একটি তেলের গুদামেও আগুন লেগে যায়। 

এদিকে আগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি বলেন, রাত সাড়ে ১২টায় ধরা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা করা হলেও গুদামটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পরে  আড়াই ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হবে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G