চাঁদা না দেওয়ায় শিক্ষার্থীদের পেটালো যুবলীগ
জেলা প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য চাঁদা না দেওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগের কিছু কর্মীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে আজ রোববার সকালে ওই স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করলে তাদের ওপরও হামলা চালায় যুবলীগের ওই কর্মীরা। এতে আহত হয়েছে স্কুলের অন্তত ৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছেন চিকিৎসকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন শিক্ষক বলেন, শুক্রবার রাতে মনির প্রধান, লিটন, ফারুক নামের যুবলীগের কিছু যুবক বিদ্যালয়ে গিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের কাছে ছাত্রীদের উপবৃত্তির তহবিল থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ জন্য তারা প্রধান শিক্ষককে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা শনিবার দুপুরে এসে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হোস্টেল সুপার ফজলুর রহমান।
আজ রোববার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে এ ঘটনা জানতে পেরে প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় ১৫-১৬ জন যুবক লাঠিসোটা নিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়।
হামলায় গুরুতর আহতরা হলেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আক্তার, বিউটি আক্তার, শাবনুর, আরিফ হোসেন, পাখি আক্তার, সুজন, নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হোসেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার, পপি আক্তার, রিপা আক্তার, খাদিজা আক্তার বৃষ্টি, সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাকিলা আক্তার, সায়মা আক্তার, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার, মীম, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লিজা আক্তার প্রমুখ।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহজাদী মুক্তা জানান, আহত অবস্থায় হাসপাতালে ১৩ জন ছাত্রী ও নয়জন ছাত্রকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ১৫-১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম বলেন, ‘ঘটনায় জড়িতরা কেউ যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির