চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা
আবদুল ওহাব (বগুড়া প্রতিনিধি)
বগুড়া শহরে চাঁদার দাবিতে জুম্মান আলী (৩০) নামের এক ব্যাবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
গতকাল বুধবার জুম্মানের স্ত্রী ছালেহা বেগম এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি অভিয়োগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন সময় বালু ব্যবসায়ী জুম্মানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে শিপলু টেইলার্সের মালিক আব্দুল রহিম জুম্মানকে বাসা থেকে ডেকে তার দোকানের সামনে নিয়ে আসে। সেখানে ওঁত পেতে থাকা সেই সব সন্ত্রাসীরা হাতে রামদা, চাপাতি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র হাতে জুম্মানের উপর হামলা করে।
স্থানীয়রা জানায়, এ সময় সন্ত্রাসীরা জুম্মানের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ও জুম্মানের পকেটে থাকা ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। জুম্মানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মূমুর্ষ অবস্থায় প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি