চাইনিজ কুজিন সিসমে চিকেন

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৬ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৬ পূর্বাহ্ণ

sesame-chicken-1চাইনিজ খাবারের প্রতি আগ্রহ বরাবরই সবার থাকে। আজকে আপনাদের সাথে
ভিন্ন ধাঁচের সুস্বাদু এই চাইনিজ কুজিন এর রেসিপি শেয়ার করা হলো-

উপকরণ:

চিকেন পিস করা- দেড় কেজি
ব্রকোলি – ১ কাপ
সীম – ১ কাপ
লাল ক্যাপসিকাম- ১ কাপ
স্প্রিং ওনিওন – ১ মুঠি
তেল- ১/৪ কাপ
ফিস সস- ১/২ কাপ
চিনি- ১ টে চামচ
চিলি/গারলিক পেস্ট- ১ টে চামচ
তিলের তেল – ১ টে চামচ
চিকেন স্টক- ১/২ কাপ
কর্ণফ্লাওয়ার- ২ টে চামচ
ভাজা তিল- ১ টে চামচ

sesame-chicken-2প্রণালী:

ফিস সস,চিনি,চিলি পেস্ট,তিলের তেল একসাথে মিশিয়ে রাখুন।

চিকেনের সাথে কর্ণফ্লাওয়ার মাখিয়ে নিন।

প্যানে তেল গরম করে ২ টে চামচ তেল গরম করে চিকেনগুলি ভেজে উঠিয়ে রাখুন।একই প্যানে বাকি তেল গরম করে ক্যাপসিকাপ,ব্রকোলি নরম হওয়া পর্যন্ত ভাজুন।

এবার এতে স্পিং ওনিওন,সীম দিন।সীম নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।চিকেন এড করে তিলের তেলের মিশ্রন দিয়ে দিন।এক মিনিটের মতো রান্না করুন।নেড়েচেড়ে নামিয়ে ফেলুন।

 

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G