চাকার পা!
নিজস্ব প্রতিবেদক
ভারতের এক পশু চিকিত্সক তার এক পশু রোগীর উপর একেবারেই বিচিত্র এক চিকিত্সা পদ্ধতি প্রয়োগ করেছেন। পশু রোগীটি হচ্ছে তিন বছরের । রাস্তায় একটি গাড়ির নিচে চাপা পড়ে পেছনের পায়ে ব্যথা পেয়েছিলো সে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সক মদন কমল, এমন এক ব্যবস্থা করে দিয়েছেন যার ফলে আক্রান্ত ঐ পা ছাড়াও বেশ সাচ্ছন্দে হাটতে পারবে কুকুর টমি। তার পেছনের পায়ের ঐ চোটের কারণে পেছনে এমন একটি ছোট গাড়ির চাকা বসিয়ে দেন যাতে চলাফেরা করতে কোন সমস্যা না হয় টমির।
নিজের এই অভিনব চিকিত্সা পদ্ধতি সম্পর্কে চিকিত্সক কমল বলেন, টমির জন্য যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেটির ব্যবহার বেশ সহজ। এটি ব্যবহারের ফলে টমির ব্যথা পায়ে অতিরিক্ত কোন চাপ পড়বে না। সেই সাথে তাকে যে ওষুধ দেয়া হয়েছে সেটি দুই একবার খেলেই সুস্থ্য হয়ে যাবে টমি।-ইউপিআই
প্রতিক্ষণ/এডি/এস আর এস