চাদে হামলা করল বোকো হারাম
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবার চাদে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। চাদে এটাই বোকো হারামের প্রথম হামলা।
সেনা কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে চারটি নৌযানে করে সীমান্তবর্তী নোগৌবৌ গ্রামে হামলা চালায় বোকো হারামের যোদ্ধারা।
চাদ সেনাবাহিনীর কর্নেল আজেম বেরমানদৌয়া আগৌনা জানান, হামলায় এক সেনা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। এছাড়া বোকো হারামের দুই যোদ্ধা নিহত ও পাঁচজন আহত হয়েছে। তবে কোন বেসামরিক নাগরিক নিহত হয়েছে কিনা সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।
স্থানীয়রা জানান, হামলাকারীরা সংখ্যায় প্রায় ৩০ জন ছিলো। তারা গ্রামের দুই-তৃতীয়াংশ জ্বালিয়ে দিয়েছে। এছাড়া হামলায় ১০জন নিহত হয়েছে। পরে সেনাবাহিনীর তৎপরতায় জঙ্গিরা পিছু হটে।
প্রসঙ্গত, সম্প্রতি নাইজেরিয়া, নাইজার ও ক্যামেরুনের সঙ্গে বোকো হারাম বিরোধী একটি সামরিক জোটে যোগ দিয়েছে চাদ। সূত্র: বিবিসি।
প্রতিক্ষণ/এডি/রোদেলা