চিকিৎসক পেটালো ছাত্রলীগ

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৯:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

medicalটাকা না দেওয়ার অভিযোগে এক ডাক্তারকে আট ঘন্টা আটকে রেখে পিটিয়ে জখম করেছে মিডফোর্ড হাসপাতাল শাখার ছাত্রলীগ সভাপতি উৎপল দাস ও তার সহযোগীরা।

সোমবার রাতে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ডা. হারুন উর রশিদ চাকুরী জীবনের প্রথমদিন দায়িত্ব পালন করতে আসেন। বহির্বিভাগের ১০১ নম্বর কক্ষে দায়িত্ব পালনের সময় উৎপল দাস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শাওন দাসসহ ১০-১২ জন ছাত্রলীগ কর্মী তাকে টেনে হেঁচড়ে ইন্টার্ন হোস্টেলের একটি কক্ষে আটকে রেখে প্রায় ৮ ঘণ্টা মারধর করেন। রাত ৮টার দিকে তার সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ড. হারুন বলেন, উৎপল দাস বেশ কয়েকবার আমার কাছে টাকা দাবি করেছিলেন। টাকা না দিয়ে কাজে যোগ দেওয়ায় তারা আমাকে মারধর করেছে।

এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক জাকির হাসান জানান, ‘ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্ব থেকে উৎপল দাস ও তার সহযোগীরা তাকে মারধর করেছে। ডা. হারুনও আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এটি রাজনৈতিক বিষয় তাই আমাদের তেমন কিছু করার নেই।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G