চিলিতে কিশোরীর স্বেচ্ছামৃত্যুর আবেদন

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

chili....pic_81316674_20b79_121834_0

চিলিতে ১৪ বছর বয়সী এক মেয়ে একটি ভিডিও পোস্টে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করেছে।

রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,ভ্যালেন্টিনা মরেইরা নামের ওই কিশোরীর ভিডিওটি অনলাইনে দারুণ সাড়া ফেলেছে। সে ‘সিসটিক ফিব্রোসিস’ নামে নিরাময় অযোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত।

এ ভিডিওটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল ব্যাচলেট আর দেরি না করে অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

ওই ভিডিওতে ভ্যালেন্টিনা বলছে, ‘আমি জরুরি ভিত্তিতে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাইছি, কেননা এ রোগ নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি’।

মেয়েটি আরও বলেছে, তার বড় ভাই ছয় বছর বয়সে একই রোগে মারা গেছে, তাই সে জানে তার জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনার আবেদনে সাড়া না দিলেও যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার মানসিক চিকিৎসার খরচ দেবে সরকার।

চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। ভ্যালেন্টিনার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার বার দেখার পর আইনটি নিয়ে আবারও জোর বিতর্ক শুরু হয়েছে।

 ভ্যালেন্টনার বাবা ফ্রেডি  বার্তা সংস্থা এপিকে বলেন, তার মেয়ের দাবিকে তিনি  সমর্থন করেন।যদিও এটা কঠিন সিদ্ধান্ত তারপরও আমি তার এই সিদ্ধান্তকে সম্মান জানাই।

সূত্র: বিবিসি

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G