চীনে ঘূর্ণিঝড়ে নিহত ৯৮

প্রকাশঃ জুন ২৪, ২০১৬ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Residents past through houses destroyed in the aftermath of a tornado that hit Funing county in Yancheng city in eastern China's Jiangsu Province on Thursday, June 23, 2016. A powerful tornado killed dozens and destroyed large numbers of buildings Thursday in the eastern Chinese province of Jiangsu, state media reported. (Color China Photo via AP) CHINA OUT

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে অন্তত ৯৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮০০ জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াংসু প্রদেশের ইয়েনচেন শহরের উপকণ্ঠে এই ঘুর্ণিঝড় আঘাত হানে। একই সঙ্গে মুষলধারে বৃষ্টি ছিল।

শহরের উপকণ্ঠে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। স্থানীয় সিসিটিভি নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবারো ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে। এছাড়া খাদ্যদ্রব্য ও পানি সরবরাহ শুরু করেছে। এরইমধ্যে বেইজিং থেকে তাবু খাটানোসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G