চীনে দুই সন্তান নীতি কার্যকর
অবশেষে কঠোর ‘এক সন্তান নীতি’র অবসান ঘটিয়ে চীনে ‘দুই সন্তান নীতি’ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া।
দেশের জনসংখ্যা কমতে শুরু করায় ও শ্রমিক-কর্মচারীদের গড় বয়স বৃদ্ধি পাওয়ার পর সরকার দুই সন্তানের নীতি কার্যকর করেছে৷ গত অক্টোবর মাসে বেইজিং সরকার ঘোষণা করেন যে, এক সন্তানের নীতির অবসান ঘটতে চলেছে৷ গত শুক্রবার বছরের প্রথমদিন থেকে এ নীতি কার্যকর করা হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিষদের কর্মকর্তারা গত নভেম্বর মাসে ঘোষণা করেন, এই পরিবর্তনের ফলে আগামী পাঁচ বছরে প্রতিবছর আরো ৩০ লাখ শিশু জন্ম নিতে পারবে৷ ফলে ২০৫০ সালের মধ্যে দেশের শ্রমবাজারে আরো তিন কোটি শ্রমিক বাড়বে৷
চীনের ১৩৭ কোটি অধিবাসীর মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। এছাড়া বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে – সেই সঙ্গে বেড়েছে গড় বয়স৷ এই পরিস্থিতিতে দুই সন্তানের নীতি চীনের জনসংখ্যাগত সমস্যা সমাধান করতে পারবে বলে বিশেষজ্ঞরা মনে করেন না৷ চীনে সন্তান প্রতিপালনের যা খরচ, তার পরিপ্রেক্ষিতে দম্পতিরা আর সন্তান চান না – বলে অনেকের ধারণা৷
উল্লেখ্য, জনসংখ্যাবৃদ্ধি হ্রাস ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধির আশায় ১৯৭৯ সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি