চীনে বন্ধ হচ্ছে ইয়াহুর অফিস
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
চীনে নিজেদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে মার্কিন ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু।
প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ওই বিবৃতিতে বেইজিংয়ে তাদের কার্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ইয়াহু। তবে এতে ঠিক কতজন চাকরি হারাবে তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
২০০৫ সালে আলিবাবার কাছে চীনে তাদের ব্যবসা বিক্রি করে দেওয়ার পর শুধুমাত্র বেইজিংভিত্তিক গবেষণাকেন্দ্রটিই অবশিষ্ট ছিল ইয়াহুর। এতে অন্তত ২শ’ ব্যক্তি চাকরিচ্যুত হবে বলে জানা গেছে।
২০১৩ সালে চীনে ই-মেইল সেবা বন্ধ করে দেয় ইয়াহু।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ইয়াহুর এ সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য ইন্টারনেট প্রতিষ্ঠানের বিপরীত। চীনা কর্তৃপক্ষ তাদের পণ্যে নিষেধাজ্ঞার পরও বিশ্বের বৃহত্তম অনলাইন জনগোষ্ঠীকে আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে তারা।
প্রতিক্ষণ/এডি/রবি