চীনে সাংবাদিকের ৭ বছরের কারাদন্ড

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

imagesরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের অভিযোগে চীনে গাও ইউ নামে এক সিনিয়র সাংবাদিককে সাত বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত।

বেইজিংয়ের একটি আদালত বলেছে, ৭১ বছর বয়সী ওই সাংবাদিক রাষ্ট্রের গোপন তথ্য অবৈধভাবে বিদেশীদের কাছে ফাঁস করেছেন। তবে কোন ধরণের তথ্য ফাঁস করা হয়েছে তা প্রকাশ করেনি দেশটির সরকার।

মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি বিচারের নামে কাউকে অপমান করা।

সংগঠনটির চীনা গবেষক উইলিয়াম নী বলেছেন, গাও রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতার শিকার যেখানে মানবাধিকার কর্মীদের অধিকার হরণ করা হয়েছে।

গাওয়ের আইনজীবি শ্যাং বাওজুন জানান, আমরা রায়ে হতাশ। গাওকে ২০১৪ সালের এপ্রিলে আটক করা হয়েছিলো।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G