চুরি করলেন হিলারি!
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস।
বার্তা সংস্থা পিটিআই জানায়, উইকিলিকস গত রোববার টুইটারে দেওয়া এক বার্তায় হিলারির বিরুদ্ধে এ অভিযোগ তোলে।
উইকিলিকস দাবি করেছে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে হিলারির ব্যবহার করা লোগোটি উইকিলিকসের টুইটার থেকে নেওয়া।
এর সত্যতা প্রমাণ করতে টুইটারে নিজেদের ও হিলারির লোগো পাশাপাশি রেখে মিল-অমিলও দেখিয়েছে উইকিলিকস।
উইকিলিকসের লোগোতে লাল রঙের একটি তীর চিহ্ন রয়েছে। হিলারির ‘এইচ’ লেখা লোগেতেও রয়েছে সেই একই ধরনের একটি তীর চিহ্ন।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী ৬৭ বছর বয়সী হিলারি ক্লিনটন।
প্রতিক্ষণ/এডি/আরিফ