চুয়েটে ‘পিএলসি’ ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রথম প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

_DSC2578চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘‘Programmable Logic Controller (PLC) & Variable Frequency Drive” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান।

ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা জীবনে যা কিছু অর্জন হয়েছে তার ব্যবহারিক প্রয়োগ ঘটাতে পারলে শিক্ষা-গবেষণার পূর্ণতা আসে। নবীন প্রকৌশলীরা ক্লাস রুমে যা শিখছে, তা যদি কোন শিল্প-কারখানায় প্রয়োগ করতে পারে তাহলে শিক্ষায় আরো গতিশীলতা আসবে। তিনি ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন আরো জোরদারের সার্বিক পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম বলেন, এখন অটোমেশনের যুগ। আমাদেরকে বিশ্ব উপযোগী পাঠক্রম ও বাস্তবমুখী প্রয়োগ নিয়ে আরো অগ্রসর হতে হবে। উক্ত অগ্রযাত্রায় এ ধরনের ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G