ছাত্রাবাসে সন্ত্রাসী হামলায় আহত ১৫
যশোরের একটি ছাত্রাবাসে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সরকারি মাইকেল মধুসূদন কলেজের অন্তত ১৫ ছাত্রকে পিটিয়ে আহত ও ছুরিকাঘাতে জখম করেছে। কলেজের পাশে এম এন এস ছাত্রাবাসে মঙ্গলবার রাতে তারাবি নামাজের পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্ররা জানান, একটি রাজনৈতিক দল আশ্রিত সন্ত্রাসীরা কয়েক দিন আগে এম এন এস ছাত্রাবাসে এসে শিক্ষার্থীদের কাছে চাঁদা চায়। শিক্ষার্থীরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা ফিরে যায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তারা সশস্ত্র অবস্থায় এসে ছাত্রাবাসটিতে হামলা করে।
আহতরা জানান, হামলাকারীরা ছাত্রাবাসের অন্তত ১৫ শিক্ষার্থীকে লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে এবং ছুরিকাঘাতে আহত করে। এ সময় ছাত্রাবাসের মালিক রুবেল এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও বেধড়ক মারপিট করে। তাণ্ডব চালানোর সময় সন্ত্রাসীরা ‘শিবিরবিরোধী অভিযান চালানো হচ্ছে’ বলে চিৎকার করতে থাকে।
আহত ছাত্রদের মধ্যে তিনজন এবং ছাত্রাবাসের মালিককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্ররা সবাই সরকারি মাইকেল মধুসূদন কলেজে অনার্সের ছাত্র। তারা অভিযোগ করেন, হামলাকারীরা ছাত্রাবাসটি থেকে শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে।
জানতে চাইলে রাত সাড়ে ১০টার দিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর