ছেলেদের জুয়েলারি
তাজিন আক্তার, প্রতিক্ষণ ডট কম
অবাক হচ্ছেন ? ছেলেদের জুয়েলারি দেখে ? প্রাচীন কালে যখন মানুষ জঙ্গলে শিকার করতে যেত তখন তাদের সঙ্গে থাকতো বিভিন্ন ধরনের অস্ত্র। বিভিন্ন ধরনের অস্ত্র থাকার কারনে কিছু কিছু অস্ত্র তারা নিজেদের শরীরের সাথে লাগিয়ে রাখত।
আর তখন থেকেই শুরু হয় অলংকারের ব্যাবহার। তবে ধীরে ধীরে গহনা নারীদের অধীনে চলে যায়। বর্তমান সময়ে পশ্চিমা বিশ্বের কিছু তারকা তাদের ফ্যাশনের জন্য গহনা ব্যাবহার করতে শুরু করেছে।
তার প্রভাব আমাদের দেশেও লক্ষ্য করা যায়। তরুণদের মাঝে এর প্রভাব চোখে পরার মত। ছেলেরা সাধারণত কানে, হাতে, ঠোঁটে, গলায় ও আঙুলে গহনা ব্যাবহার করে থাকে।
যেমন আমাদের দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস চোখের ভ্রুতে রিং পরেন। তার এই গহনার ব্যাবহার তার ভক্তদের মাঝেও প্রবেশ করেছে।
চলাফেরা করার সময় রাস্তাঘাটে ছেলেদের গহনার বিচিত্র ব্যাবহার লক্ষ্য করা যায়। আর এঁকে ঘিরে শুরু হয়েছে বেশ আয়োজন।
ছেলেদের এসব গহনা সাধারণত কাঠের, রাবারের, মাটির, স্টোনের, সোনা, রুপা, হীরা এমনটি সুত দিয়েও তৈরি করা হয়ে থাকে।
অনেকেই কানে, ভুরুতে অথবা ঠোঁটের নিচে ফুট করে রিং ব্যাবহার করে। বেশকিছু সেলুন আছে যেগুলোতে এসব জায়গায় ফুটো করার বেবস্থা রয়েছে।
হাতে থাকে বিভিন্ন ধরনের ব্রেসলেট ও আঙুলে থাকে আংটি। তরুণরা তাদের পোশাকের সাথে মিল রেখে এসব গহনা ব্যাবহার করে থাকে। অনেক শপিংমলেই আপনি এসব গহনা পেয়ে যাবেন।
এগুলো ৩০ টাকা থাকে শুরু হয়ে কয়েক হাজার টাকারও হয়ে থাকে। তবে আপনি আপনার যেমনটি ইচ্ছে ঠিক তেমন ডিজাইনের গহনা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন।
এরকম আরো কিছু নিউজঃ
## চুলে করতে চান চায়নিজ ব্যাংগস ?
## ফ্যাশনে নতুন মাত্রা সিঙ্গেল কামিজ
তাজিন/প্রতিক্ষণ/এডি/রাজু