জঙ্গি সমর্থনে স্ট্যাটাস, কুয়েট ছাত্র আটক

প্রথম প্রকাশঃ জুলাই ১৩, ২০১৬ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Kuet

গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আটক করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্রকে।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খানজাহান আলী থানা পুলিশ ওই ছাত্রকে আটক করে।

আটক ছাত্রের নাম মির্জা রবিউল হাসান ইমন (২৪)। তাঁর বাড়ি পাবনা জেলায়। তিনি লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ইমন গুলশানে জঙ্গি হামলার ঘটনার অনেক তথ্য জানেন। ফেসবুকে জঙ্গিদের সমর্থনে অনেক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। পুলিশ কুয়েট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁকে আটক করে।

এর আগে গতকাল সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসে জঙ্গি সন্দেহে কুষ্টিয়ার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি আরজ আলীকে আটক করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G