জঙ্গিবিরোধী অভিযানে সিলেটের পথে সোয়াট টিম
সিলেট মহনগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া জানিয়েছেন, জঙ্গি প্রতিহত করতে ২টি মাইক্রোবাসে সোয়াটের একটি টিম ঢাকা থেকে রওনা হয়েছে। টিমে রয়েছে একজন অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার, দুইজন ইন্সপেক্টর, এসআই ও কনস্টেবলসহ ২০জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৩টা থেকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকার সাবেক সরকারি কর্মকর্তা উস্তার মিয়ার `আছিয়া মহল` নামের পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ, র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। ওই বাড়ির নিচতলার একটি ইউনিটের বাসাতেই অবস্থান করছে জঙ্গিরা। বাসার দরজায় বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়েছে।
এদিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে জঙ্গিরা বাইরে এসে আত্মসমর্পণ করার কথা জানিয়েছে। তবে সোয়াট না এলে পুলিশ এগোবে না বলে জানা গেছে। সোয়াট এসে পৌঁছলেই অভিযান শুরু করা হবে।
এর আগে সকালে ওই বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ছোড়ে জঙ্গিরা।
প্রতিক্ষণ/এডি/শওকত