জাতিসংঘ বিষয়ক কর্মশালা

প্রথম প্রকাশঃ জুন ১৯, ২০১৫ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

ruরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে জাতিসংঘ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।

প্রধান অতিথির বক্তব্যে ছাদেকুল আরেফিন মাতিন বলেন, আরইউমুনা’র মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের পেশাদারিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছে। আগামী প্রজন্ম গঠনে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে এধরনের সংগঠনে যোগদানের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, এই ক্যাম্পাসে ৮০’র দশকে কিছু সাংস্কৃতিক সংগঠন ছাড়া সামাজিক কোন সংগঠন ছিল না । ৯০-এর দশকে এধরনের সংগঠনগুলোর পথ চলা শুরু হওয়ার পর আমরা দ্রুত উন্নতি লাভ করেছি।

অনুষ্ঠানে আরইউমুনা’র সদস্যসহ দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় তাদেরকে জাতিসংঘের বিভিন্ন কর্মকা- এবং ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G